Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

(ক) উর্দ্ধতন কর্তৃপক্ষ যথা মহাপরিচালক, উপ পরিচালক, জেলা শিক্ষা অফিসার, শিক্ষা বোর্ড, এবং শিক্ষা মন্ত্রনালয়ধীন অন্যান্য সংস্থা ও কর্তৃপক্ষের সহিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহের যোগাযোগ স্থাপন এবং সময়ে সময়ে জারীকৃত সরকারি নীতিমালা ও সিদ্ধান্ত সমুহ প্রতিষ্ঠান পর্যন্ত পৌছানোর দায়িত্ব পালন যা স্বাভাবিক গতিতে হয়ে থাকে।

 

(খ) উপবৃত্তি বিতরণঃ উপবৃত্তি বিতরণের নীতিমালা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাথীদের ষাম্মাসিক ভিত্তিতে উপবৃত্তি বিতরণ করা হয়ে থাকে। এক্ষেতে ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধণ হিসাবে কাজ করা হয়। বরাদ্দ পাওয়া সাপেক্ষে উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ করা হয়।

 

(গ) পাঠ্যপুন্তক বিতরণঃ এবতেদায়ী (১ম -৫ম) স্তর দাখিল (৬ষ্ঠ- ৯ম) স্তর মাধ্যমিক (৬ষ্ঠ- ৯ম) স্ত ও কারিগরী ৯ম শ্রেনীতে  

সরকারী বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের নিমিত্তে প্রতি বছর ডিসেম্ব মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সমুহে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়ে থাকে।

 

(ঘ) ম্যানেজিং কমিটি নির্বাচনে,মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, মাসিক সমন্বয় সভা ইত্যাদি সেবা প্রয়োজন মাফিক দেয়া হয়।